কারাগারে নারীসঙ্গ: সিসিটিভি ফুটেজ ফাঁসের ঘটনা তদন্তে কমিটি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 21:55:06

কাশিমপুর কারাগারে বন্দির সঙ্গে এক নারীর দেখা করার সিসিটিভি ফুটেজ কীভাবে ফাঁস হলো- তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে কারা অধিদফতর। কমিটির প্রধান করা হয়েছে কারা অধিদফতরের যশোর বিভাগের ডিআইজি প্রিজনস মো. ছগির মিয়াকে। অন্য সদস্যরা হলেন- কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) মো. গিয়াস উদ্দিন ও ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার আল মাসুম।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) কমিটির প্রধান মো. ছগির মিয়া সাংবাদিকদের জানান, গত ৩১ জানুয়ারি এই কমিটি গঠন করা হয়েছে।

 মো. ছগির মিয়া বলেন, ‘কারাগারের অভ্যন্তরীণ বিষয় কীভাবে বাইরে প্রকাশ পেলো, সেটা খতিয়ে দেখতে কারা অধিদফতর এই তদন্ত কমিটি গঠন করেছে। আগামী রোববার (৭ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগারে গিয়ে এ বিষয়ে কাজ শুরু করবো। আশা করি, যথাসময়ে প্রতিবেদন জমা দিতে পারবো। তখন আমরা এ বিষয়ে প্রতিবেদনে মতামত ও সুপারিশ দিতে পারবো।’

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি সিসিটিভির ফুটেজে আর্থিক খাতের অন্যতম কেলেঙ্কাকারির ঘটনায় অভিযুক্ত হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের নারীসঙ্গের চিত্র ধরা পড়ে। পরে এ ঘটনার তদন্তে গত ১২ জানুয়ারি তিন সদস্যের একটি কমিটি করে জেলা প্রশাসন। আর গত ২১ জানুয়ারি তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি করে কারা কর্তৃপক্ষ।

সিসিটিভি’র ফুটেজে দেখা যায়, কারাগারের ভেতরে কর্মকর্তাদের অফিস এলাকায় কালো রঙের জামা পরে ঘোরাফেরা করছেন তুষার আহমেদ। কিছু সময় পর বাইরে থেকে বেগুনি রঙের জামা পরা এক নারী সেখানে আসেন। এ সময় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায় ও ডেপুটি জেলার গোলাম সাকলায়েন সেখানে উপস্থিত ছিলেন। দুপুর ১২টা ৫৫ মিনিটে দুই যুবকের সঙ্গে ওই নারী কারাগারের কর্মকর্তাদের কক্ষের দিকে যান। সেখানে ওই নারীকে সাকলায়েন স্বাগত জানান।

ফুটেজে আরও দেখা যায়, ওই নারী কক্ষে ঢোকার পর সাকলায়েন বেরিয়ে যান। আনুমানিক ১০ মিনিট পর তুষারকে সেখানে নিয়ে যান সাকলায়েন। এর প্রায় ১০ মিনিট পর রত্না তার কক্ষ থেকে বেরিয়ে যান। দুই মিনিট পর রত্নার কক্ষের দিকে যান তুষার। এরও দুই মিনিট পর সেখান থেকে বেরিয়ে ওই নারীকে নিয়ে আবার রত্নার কক্ষে যান তুষার। যাওয়ার সময় তাদের হাসি-তামাশা করতে দেখা যায়। এর দুই মিনিট পর তুষার ও ওই নারী সাকলায়েনের কক্ষে ফেরেন। সেখান থেকে প্রায় পৌনে এক ঘণ্টা পর তারা বের হন।

এ সম্পর্কিত আরও খবর