রংপুরে প্রথম টিকা নিচ্ছেন মেয়র, ডিসি ও স্বাস্থ্য কর্মকর্তাসহ ৫ জন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 14:58:31

রংপুরে মেয়র, জেলা প্রশাসক ও স্বাস্থ্য কর্মকর্তাসহ প্রথম পাঁচ জনকে করোনার টিকা দেওয়ার মাধ্যমে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আহাদ আলী, রংপুরে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নূরুন্নবী লাইজু ও সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় করোনার টিকা গ্রহণ করবেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ কার্যক্রমের উদ্বোধন হবে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আসিব আহসান।

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, বেক্সিমকোর ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে পাঠানো ১৭টি টিকার কার্টুন ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। টিকা প্রদানে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পণ্ন হয়েছে।

রংপুরে প্রথম ধাপে ৭ উপজেলায় সাতটি এবং সিটি কর্পোরেশনের ছয়টি বুথের মাধ্যমে টিকা কার্যক্রম শুরু হবে।

এ সম্পর্কিত আরও খবর