কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, করোনার টিকা নিতে পেরেছি এটা আমার জন্য খুবই আনন্দের। টিকা নেওয়ার পর আমি স্বস্তি বোধ করছি। এই টিকা খুবই নিরাপদ, চিন্তার কোন কারণ নেই।
রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা গ্রহণ শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, টিকা দেওয়ার পর আমি যে রকম ছিলাম এখন তেমনি আছি। কোন সমস্যা বোধ করছি না। বাংলাদেশে মানুষ নানা রকম গুজব ছড়াচ্ছে। গুজব ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমাদের সংক্রমণের হার কমেছে। আজকে সারা দেশেই ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের যারা বয়স্ক মানুষ আছেন, যারা ফ্রন্টলাইনার যেমন- ডাক্তার, পুলিশ তাদের জন্য এই ভ্যাকসিন একটি বিরাট ব্যাপার।
এদিকে, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে টিকা গ্রহণ শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে করোনাভাইরাসের সংক্রমণ হতে নিরাপদ থাকতে সবাইকে টিকা গ্রহণ করুন।