পাবর্ত্য চট্টগ্রামের ৮১ হাজার উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসনের প্রস্তাব

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম | 2023-08-26 15:37:31

 

পাবর্ত্য চট্টগ্রামের ৮১ হাজার ৭৭৭ উদ্বাস্তু পরিবারকে মাসিক ভাতা দেওয়া প্রস্তাব করেছে ট্রাস্কফোর্স সভা।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সর্কিট হাউজে ‘ভারত প্রত্যাগত শরর্ণাথীদের ও পুনর্বাসন এবং অভ্যান্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের’ সভায় এ প্রস্তাব করা হয়।

টাস্কফোর্সের চেয়ারম্যান খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ১৯৯৭ সালে ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেছে। এতে দীর্ঘদিনের সংঘাত ভুল বোঝাবুঝির নিরসন হয়। তখন থেকেই ২২ হাজার উদ্বাস্তু পরিবারকে সহায়তা দিয়ে আসছে সরকার। এবার যা প্রস্তাব করা হচ্ছে সেটা আরো যাচাই-বাছাই করার জন্য আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। ওখান থেকেই অনুমোদন হয়ে আসতে হবে।

টাস্কফোর্সের সদস্য সচিব বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের পরিচালনায় সভায় স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এ সম্পর্কিত আরও খবর