প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তি পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 03:07:01

রাজধানীর শাহআলী এলাকা থেকে ১৮ কোটি টাকা মূল্যের দুর্লভ প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। 

গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান ও শহিদুল ইসলাম।

বুধবার (১০ ফেব্রুয়ারি) র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহআলী এলাকায় অভিযান চালিয়ে ১৮ কোটি টাকা মূল্যের ৩৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ও নগদ ১৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের র‍্যাবকে জানিয়েছে, তারা কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে অবৈধভাবে দেশের বাহিরে পাচারের প্রস্তুতি নিচ্ছিলো।

এ ঘটনায় আরো দুই জন পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‍্যাবের এ কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর