রাঙামাটিতে ঘুষ ছাড়া পাসপোর্ট মেলে না, যুবককে মারধর

, জাতীয়

আলমগীর মানিক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-31 15:48:23

সহজীকরণ করার পরও রাঙামাটি আঞ্চলিক অফিসে ঘুষ ছাড়া মিলছে না পাসপোর্ট। ঘুষ না দিলে উল্টো শারিরীক নির্যাতন ও হয়রানির শিকার হতে হচ্ছে অভিবাসী শ্রমিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক প্রবাসী শ্রমিককে শারিরীক নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় রাঙামাটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমনকি ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। ঘটনার প্রাথমিক সত্যতাও পেয়েছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।

ভুক্তভোগী রাঙামাটি কলেজ গেইটের বাসিন্দা আজিজ হোসেন জানান, তিনি ট্যুরিস্টি ভিসায় দুবাই গিয়ে সেখানে একটি ভিসা সংগ্রহ করি। পরবর্তীতে করোনার সময় তিনি দেশে চলে আসেন। এ সময় তার পাসপোর্টের মেয়াদ শেষ হলে তিনি নতুন ভিসার আবেদন করতে পারেননি। দুই মাস আগে তিনি ব্যক্তিগত পাসপোর্ট রাঙামাটির আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দেন। সেখানে তার কাছে ঘুষ চাইলে তিনি প্রথমে এক হাজার টাকা দেন। পরবর্তীতে আরও তিন হাজার টাকা দেন তিনি। তারপরও পাসপোর্ট নবায়ন হয়নি।

তিনি আরও জানান, বুধবার সকালে পার্সপোর্ট অফিসে গেলে আরও পাঁচ হাজার টাকা দাবি করা হয়। এ সময় তিনি তাদের কথোপকথন রেকর্ড করেন এবং প্রতিবাদ করেন। এ সময় রাঙামাটির আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক জাহেদুল হক ও অফিসের লোকজন তাকে এলোপাতারি মারধর করতে থাকেন। এ পর্যায়ে তাকে চোর অপবাদ দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এদিকে এই ঘটনার পর ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরুল ইসলাম খান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা বিষয়টির তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।’

স্থানীয়রা জানান, প্রতিনিয়তই রাঙামাটি পাসপোর্ট অফিসে ঘুষ লেনদেন নিয়ে ঝামেলা হয়। এই অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার প্রত্যক্ষ মদদে ইমরান, জাহিদ, দৌলতসহ কয়েকজন পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট করে দেওয়ার নামে ঘুষ নেন। তাদের চাহিদামতো টাকা না দিলে সময়মতো পাসপোর্ট পাওয়া বা নবায়ন করা যায় না। ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হন।

এ বিষয়ে রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহেদুল হক বলেন, ‘ঘটনা সম্পর্কে লোকমুখে জানতে পেরেছি। তবে কেউ অভিযোগ করলে বিষয়টি ডিজি মহোদয়ের জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

এ সম্পর্কিত আরও খবর