‘করোনার টিকা গ্রহণের পর স্বাভাবিকই আছি’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-19 07:14:52

করোনার টিকা গ্রহণের পর কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দির সাধারণ মানুষ বলেছেন, প্রথম দিকে করোনার টিকা গ্রহণ করতে অনেক ভয় পেয়েছিলাম। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলেছেন। তাদের কথা শুনে ভীষণ ভয় পেয়েছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম টিকা নিব না।

কিন্তু যখন গণমাধ্যমে দেখলাম অনেক মানুষ করোনার টিকা গ্রহণ করছেন তখন আমরা রেজিস্ট্রেশন শুরু করি এবং টিকা গ্রহণ করি।

করোনার টিকা গ্রহণের পর বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এভাবেই অভিব্যক্তি প্রকাশ করেন টিকা গ্রহণকারীরা।

করোনার টিকাদান কর্মসূচি

এ সময় তারা আরও বলেন, টিকা গ্রহণের আগে যেমন ছিলাম, এখনও তেমনই আছি। আগের মতোই স্বাভাবিক রয়েছি। যারা টিকা নিয়ে গুজব ছড়িয়েছিল তারা আমাদেরকে বিভ্রান্তি করেছে। আমরা এখন খুবই ভালো আছি। শরীরে কোন প্রতিক্রিয়া হয়নি।

টিকা প্রদানকারি বালিয়াকান্দি হাসপাতালের সেবিকা মাহফুজা আক্তার ও অর্পিতা রানী বিশ্বাস বার্তা২৪.কম-কে বলেন, আমরা আজ পাঁচদিন ধরেই টিকা দিচ্ছি সাধারণ মানুষের। এখন পর্যন্ত কেউ এসে বলেনি করোনার টিকা গ্রহণের পর তাদের শরীরে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছি। বরং সবাই স্বাচ্ছন্দ্যবোধ করছে।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বার্তা২৪.কম-কে বলেন, বিনামূল্যে টিকা প্রদান করা বর্তমান সরকারের আরেকটি সফলতার গল্প। আমরা মাঠ পর্যায় থেকে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছি মাত্র।

বালিয়াকান্দিতে করোনার টিকাদান কর্মসূচি

এ সময় তিনি আরও বলেন, বালিয়াকান্দিতে দিনদিন করোনার টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। প্রথম দিনে আমরা বালিয়াকান্দি থেকে ১০%, দ্বিতীয় দিনে ১৫%, তৃতীয় দিনে ৭১% ও চতুর্থ দিনে ৭৫ % করোনার টিকা প্রদান করেছি। আশা আছে আজ পঞ্চম দিনে শতভাগ করোনার টিকা প্রদান করবো।

রাজবাড়ীর পাঁচটি উপজেলা বালিয়াকান্দি, পাংশা, কালুখালী, গোয়ালন্দ ও সদর হাসপাতালগুলোতে করোনার টিকা প্রদান কার্যক্রম চলছে। বুধবার চতুর্থ দিন পর্যন্ত জেলাতে ১ হাজার ৩৬৫ জন টিকা গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ রয়েছে ৯৩৩ জন আর নারী রয়েছেন ৪৩২ জন।

রাজবাড়ী সদর হাসপাতালে করোনার টিকা নিয়েছেন ৭৪৮ জন, পাংশাতে ২১৮ জন, কালুখালী ১৪৯ জন, বালিয়াকান্দিতে ১৫০ জন ও গোয়ালন্দে ১১০ জন ।

এ সম্পর্কিত আরও খবর