বকশীগঞ্জে বিএসএফ’র গুলিতে নিহত ১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-18 13:11:34

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৮৮ এ সংলগ্ন ভারতের ফুরাংপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

একইদিন সকাল থেকে বাংলাদেশের পক্ষে মরদেহটি কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে শিক্কু (৪০) দাবি করা হলেও ভারত-বাংলাদেশ পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে এই মরদেহ বাংলাদেশের নয় বলে দাবি করা হয়। ফলে ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি নিয়ে গিয়েছে বলে জানা গেছে।

শিক্কুর নামে বকশীগঞ্জ থানায় ২টি ও শেরপুর জেলার শ্রীবরদীতেও ১ মামলা রয়েছে। তবে সরজমিনে বাড়িতে গিয়ে শিক্কুর কোন হুদিস পাওয়া যায়নি। পারিবারিকভাবেও কেউ এই বিষয়টি স্বীকার করেনি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে স্থানীয়রা মরদেহটি কামালপুর ইউনিয়নের শিক্কু মিয়ার কথা বললেও বিজিবির পক্ষ থেকে এই মরদেহটি শিক্কু মিয়ার নয় বলে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর