পাট মজুদের অভিযোগে নাটোরে গোডাউন সিলগালা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-23 10:20:03

অতিরিক্ত পাট মজুদের অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে ভাই ভাই বাণিজ্যিালয়ের গোডাউন সিলগালা করে দিয়েছে পাট অধিদপ্তর।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পাট অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব হোসেন আলী খন্দকার নাটোরের নাজিরপুর বাজারের ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। নিয়ম অনুযায়ী কোনও গোডাউন বা ব্যবসা প্রতিষ্ঠান ১০০ মণের বেশি পাট এক মাসের বেশি মজুদ করতে পারে না। কিন্তু নাজিরপুর বাজারের ওই প্রতিষ্ঠানটি প্রায় ৫ হাজার মণ পাট অন্তত ৪ মাস ধরে মজুদ রেখেছে।

অধিদপ্তরের মহাপরিচালক হোসেন আলী খন্দকার বলেন, ‘পাটের আকষ্মিক দাম বৃদ্ধি ও মিলগুলোতে পাট সংকট তৈরি হওয়ায় এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনও ব্যবসায়ী পাট মজুদ করতে পারবেন না। এই নির্দেশ অমান্য করে পাট মজুদ করলে জরিমানাসহ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।’

এ সময় পাট অধিদপ্তর নাটোরের মুখ্য পরিদর্শক খন্দকার হাফিজুর রহমান ও নাটোর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর