করোনার টিকা গ্রহণের পরও মাস্ক ব্যবহার করতে হবে: মীরজাদী ফ্লোরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 04:02:36

টিকা গ্রহণের পরও মাস্ক ব্যবহারসহ সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় তিনি এসব কথা বলেন।

হাসপাতাল পরিদর্শন শেষে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের জানান, টিকা গ্রহণে কোন ঝুঁকি নেই। নির্ভয়ে সকলকে টিকা গ্রহণ করুন। হাসপাতালের কেন্দ্রগুলোতে টিকা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

পরিদর্শনের সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের ‘নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগামের পরিচালক (যোগাযোগ) প্রফেসর ডা. রোবেদ আমিন, প্রোগ্রাম ডা. আব্দুল আলিম, ডা. মারুফ আহমেদ খান,  যশোরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.দিলীপ কুমার রায়,সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. হিমাদ্রী শেখর, তৌহিদুল ইসলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ, যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডা. মীর আবু মাউদ সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর