রংপুর বিভাগে ১৬ দিনে টিকা নিলেন ২ লাখ ১০  হাজার মানুষ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 09:20:57

রংপুর বিভাগে করোনার টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েই চলছে। টিকাদান কেন্দ্রগুলোতে এখন মানুষের উপচে পড়া ভিড়। 

সোমবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত বিভাগের ৮ জেলায় ২ লাখ ১০ হাজার ৬৫৭ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন ও নারী ৭১ হাজার ৭৭৯ জন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, টিকা কেন্দ্রের বুথে গত কয়েক দিনের তুলনায় মানুষের সংখ্যা বেড়েছে। টিকা নিতে কেউ চেয়ারে বসে আবার কেউবা দাঁড়িয়ে অপেক্ষা করছেন। স্বেচ্ছাসেবীরা টিকা কার্ড যাচাই করে একে একে নির্ধারিত বুথে পাঠাচ্ছেন। বুথে টিকা নেওয়া শেষে তারা আধা ঘণ্টার জন্য বিশ্রাম নিচ্ছেন।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানোয়ার হোসেন বলেন, প্রথম দিকের তুলনায় এখন টিকা নিতে মানুষের ভিড় বাড়ছে। টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণে জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ পেশাজীবীদের সম্পৃক্ত করা হচ্ছে। এতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

তিনি আরো বলেন, গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর আজই পীরগাছায় সর্বোচ্চ ৪৮০ জনকে টিকা দেওয়া হয়েছে। এর আগের দিন টিকা দেওয়া হয়েছিল ৩২০ জনকে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার রংপুরে ৩ হাজার ৭৩২ জন, পঞ্চগড়ে ১ হাজার ৩৮৪ জন, নীলফামারীতে ২ হাজার ৯৪০ জন, লালমনিরহাটে ১ হাজার ৫২৩ জন, কুড়িগ্রামে ২ হাজার ১৪৯ জন, ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৩৮৩ জন, দিনাজপুরে ৪ হাজার ১৫০ জন এবং গাইবান্ধায় ২ হাজার ৫৭ জনসহ মোট ২০ হাজার ৩১৮ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৪১৮ জন ও নারী ৭ হাজার ৯’শ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী বলেন, রংপুর বিভাগে ৮ জেলায় দুই শতাধিক বুথের মাধ্যমে করোনায় টিকাদান কর্মসূচি চলছে। আগের তুলনায় টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে।

এ সম্পর্কিত আরও খবর