সিগারেটের আগুনে পুড়ল পাটের গুদাম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-26 17:48:14

বিড়ি-সিগারেটের আগুনে পুড়ে ভস্মিভুত হলো পাটের গুদাম। আগুনে পুড়ে ১০ লাখ টাকার পাট ছাই হয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে প্রায় আরও ১০ লাখ টাকার সম্পদ। তবে ক্ষতিগ্রস্ত মালিক মলাই কান্তি সাহার দাবি সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।

ঘটনাটি সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে।

বিষয়টির সত্যতা বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শংকর বিশ্বাস। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শংকর বিশ্বাস বার্তা২৪.কম-কে বলেন, সোমবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিড়ি বা সিগারেটের আগুন থেকেই এই আগুনের সূত্রপাত। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা উদ্ধার করতে পেরেছি প্রায় ৩০ লাখ টাকার পাট।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী মলাই কান্তি সাহা বার্তা২৪.কম-কে বলেন, তার পাশাপাশি দুটি পাটের গুদামে প্রায় ৭০০ মণ পাট ছিল। নিচের দিকের কিছু পাট ভালো আছে। বাকি সবই পুড়ে গেছে। তিনি আরও বলেন, আমরা প্রতিদিন রাতে বাড়ি ফেরার সময় গুদামের সকল বিদ্যুৎ লাইনের মূল সুইচ অফ করে যাই। রাতেও করেছিলাম। কিন্তু কিভাবে গুদামের পিছনে আগুন লাগল সেটাই বুঝতে পারছিনা।

এ সম্পর্কিত আরও খবর