মশার লার্ভা পাওয়ায় ১৪ মামলায় দেড় লাখ টাকা জরিমানা

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 15:09:04

মশা নিধনে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রতিটি ওয়ার্ডে অভিযান পরিচালনার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি যেসকল স্থাপনায় মশার লার্ভা বা প্রজনন ক্ষেত্র পাওয়া গেছে তাদের মামলাসহ জরিমানা আদায় করা হচ্ছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশেষ মশক নিধন অভিযানের চতুর্থ দিনে সাড়ে ছয় হাজার স্থাপনা পরিদর্শন করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ডিএনসিসি।

অভিযানের চতুর্থ দিন বুধবার ৬ হাজার ৬৬৪টি সড়ক, নর্দমা, জলাশয়, স্থাপনা ইত্যাদি পরিদর্শন করা হয়। এর মধ্যে ২৮টিতে মশার লার্ভা পাওয়া যায় এবং ৪ হাজার ৩৯৬টিতে মশার প্রজননস্থল ধ্বংস করে কীটনাশক প্রয়োগ করা হয়। মশার লার্ভা ও বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ১৪টি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গত শনিবার শুরু হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ মশক নিধন অভিযান শুক্রবার ব্যতীত আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

এ সম্পর্কিত আরও খবর