‘বন্দরের জায়গা অবৈধভাবে দখলের সুযোগ নেই’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-18 02:50:22

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বন্দরের জায়গা অবৈধভাবে দখল করার সুযোগ নেই। যারা অবৈধভাবে দখল করে ফায়দা লুটছে তাদের তালিকা হচ্ছে। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে শাহ আমানত বিমান বন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিক বন্দর হিসেবে গড়ে তুলতে এবং বিশ্বায়নের সাথে আরও ভালোভাবে যুক্ত হতে বন্দরকে পরিষ্কার রাখতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ও চট্টগ্রামবাসী চায় চট্টগ্রাম বন্দর আধুনিক হোক, বিশ্বায়নের সাথে আরও যুক্ত হোক। কন্টেইনার হ‍্যান্ডলিংয়ের অবস্থান ৫৮তম স্থান থেকে আরও উন্নত হোক। গুটিকয়েক মানুষের জন‍্য সরকার বদনাম নিবে না। সরকার মানুষের কল‍্যাণে কাজ করছে। বাংলাদেশ মধ‍্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের কাতারে যাওয়ার চিন্তা করছে।

চট্টগ্রাম বন্দরের লালদিয়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর কোন বন্দরের নিকট এত জনবসতি নেই এবং বন্দর দিয়ে এতো লোক চলাচল করে না।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম‍্যান রিয়ার এডমিরাল এহ শাহজাহান উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর