চরমোনাই মাহফিলে যাওয়ার পথে দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 18:19:02

চরমোনাইর মাহফিল ময়দানে পবিত্র জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিয়ে সড়ক দুর্ঘটনায় শরীফ শেখ (২০) ও আল আমীন (২১) নামে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

তারা ফরিদুপর থেকে মাহফিলের উদ্দেশ্যে বরিশালের এসে এ দুর্ঘটনার শিকার হন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

নিহতরা হলেন, শরীফ শেখ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার সিরাজ শেখের ছেলে আর  আল আমিন একই এলাকার মো. ইউনুসের ছেলে।

মৃত্যু বিষয়টি বার্তা২৪.কম’কে নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই ছগির হোসেন জানান, শরীফ ও আলামিন মোটরসাইকেল যোগে ফরিদপুরের ভাঙ্গা থেকে মাহফিলে জুমার নামাজ আদায়ের জন্য আসছিলেন।ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সাথে সাথে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শরীফ শেখকে মৃত ঘোষণা করেন এবং আহত আলামিনকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

নিহতদের মরদেহ শেবাচিম হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর