রংপুরে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।
এ সময় চুরি যাওয়া মোবাইলের যন্ত্রাংশসহ এক লাখ ৮৫ হাজার টাকার মামলামাল উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ফেব্রুয়ারি) দুপুরে রংপুর কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেফতাররা হলেন রাজশাহীর বনগ্রাম রায়পাড়া গ্রামের আবদুর হান্নানের ছেলে কেতাব হোসেন (৩৯) ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে রাজিব হোসেন(৩০)।
ওসি আব্দুর রশিদ জানান, রংপুর নগরীতে কিছুদিন থেকে ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। এছাড়া প্রতারণা করে মানুষের কাছ থেকে মালামাল ও টাকা নিয়ে পালিয়ে যায় চোর ও ছিনতাইকারী চক্ররা।
এ ঘটনায় জড়িত প্রধান দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরে আসামীদের আদালতে সোপর্দ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় । তাদের দেয়া তথ্য অনুযায়ী রংপুর জেলা পরিষদের সুপার মার্কেটের এমএন সার্ভিস নামের দোকানে গত ১৬ ফেব্রুয়ারি তারিখে চুরি হওয়া মামলামাল তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দোকানের মালিক রকি মিয়া বাদী হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।