রাজশাহীতে শেষ হলো তাবলীগী ইজতেমা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-30 09:38:41

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজশাহীতে দুই দিনব্যাপী তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনালে ৩১তম বার্ষিক এই তাবলীগী ইজতেমার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার শুরু হওয়া এই তাবলীগী ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন। ইজতেমায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও খ্যাতনামা ওয়ামায়ে কেমারগণ বক্তৃতা করেন।

শেষ দিন শুক্রবার ইজতেমায় আগত মুসল্লিদের সাথে জুমার নামাজ আদায় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নামাজ শেষে তিনি তাবলীগী ইজতেমায় বক্তব্য দেন।

এ সময় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের আমীর প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি প্রফেসর মাওলানা নূরুল ইসলাম, আহলেহাদীছ যুবসংঘের সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর