তীব্র গরমে রাজধানীতে এক পশলা বৃষ্টি

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট | 2023-08-27 18:17:32

ঢাকা: আকাশে শরতের সাদা মেঘের সঙ্গে সখ্যতা শেষে কালো মেঘ বর্ষণে রূপ নিল। অসময়ে হলেও এক পশলা আশ্বিনা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীতে। মিনিট দশেকের ভারী বৃষ্টিতে ভিজে গেল পত্রপল্লব ও পথঘাট।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। ধোঁয়াশার মতো আকাশে ছিল মেঘের ছড়াছড়ি। এরপর দিনের মধ্যভাগে এসে ঝরে পড়ল মেঘ। বিদায়ী শরতের সঙ্গে কিছুটা তাপ ও হাল্কা বৃষ্টির মেলামেশায় এখন তীব্র গরম থেকে স্বস্তি ফিরেছে রাজধানীতে।

মিনিট দশেকের ভারী বৃষ্টিতে ভিজে গেল পত্রপল্লব- ছবি/সৈয়দ মেহেদী হাসান।

 

আবহাওয়া গবেষণা সংস্থা অ্যাকুওয়েদারের তথ্য মতে, দুপুর দেড়টার দিকে বৃষ্টির পর পর তাপমাত্রা ২৬ ডিগ্রিতে নেমেছে। তবে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। রোদ থাকবে বেশির ভাগ সময়। তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে, ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের শেষ দিকে বাতাসের আদ্রতার পরিমাণ কমে আসবে।

 

এ সম্পর্কিত আরও খবর