ট্রাফিক আইন অমান্য: ২৪ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 16:07:06

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি টাকা জরিমানা করেছে ডিএমপি'র ট্রাফিক বিভাগ। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়ার ডিসি মাসুদুর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

মাসুদুর রহমান বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানকালে ৮ হাজার ৩৫১টি মামলায়  ৮৯ লাখ ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছেন। এ সময় ট্রাফিক অভিযানে ডাম্পিং করা হয়েছে  ৪২টি গাড়ি আর রেকার করা হয়েছে ১ হাজার ৭৯টি।

অন্যদিকে, ট্রাফিক বিভাগ সূত্রে আরো জানানো হয়, ট্রাফিক আইন ভঙ্গের কারণে ২ হাজার ৫৬৫টি মোটরবাইকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। আর আটক করা হয়েছে ১৭৩ টি মোটর সাইকেল।

তাছাড়া, হাড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ২০৬ টি, হুটার বা বিকনলাইট ব্যবহারের জন্য ৯টি গাড়ি, পুলিশের স্টিকার লাগানোর জন্য ১টি গাড়ি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২৯টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর গাড়ি চালানোর সময় মোবাইল বা এয়ারফোন ব্যবহার করার জন্য ৩৩ জন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

এ সম্পর্কিত আরও খবর