সেনা ক্যাম্প বৃদ্ধির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-21 08:50:07

পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের নিরাপত্তা, শান্তি, সম্প্রীতি রক্ষার স্বার্থে জঙ্গি সংগঠন জেএসএস ও ইউপিডিএফ এর অবৈধ অস্ত্রধারীদের সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপায় এসে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেনা ক্যাম্প বৃদ্ধির জোরালো দাবি জানায় বক্তারা।

এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজি সাকিবের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. হাবিব আজমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র আলমগীর কবির।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি শাব্বির আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি মো. নাদিরুজ্জামান, সহ-সভাপতি কাজি মো. জালোয়া, সাধারণ সম্পাদক মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, যুগ্ম সম্পাদক মো. নুরুল আবছার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর