বিএনপি’র স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচির উদ্বোধন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 19:07:50

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে বিএনপি।

সোমবার (১ মার্চ) বেলা ৩টায় গুলশানে অবস্থিত হোটেল লেকশোরে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪টায় লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক৷ এরপর স্বাধীনতা যুদ্ধে শহীদদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

এরপর কালচারাল শিল্পী গোষ্ঠীর জাতীয় সংগীত পরিবেশন শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বিএনপির স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডঃ আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী প্রকৌশল ইশরাক হোসেন, খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।

এছাড়া ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় দলের সৈয়দ নুরুল হুদা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের চেয়ারম্যান আজহারুল ইসলামসহ নিযুক্ত বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর