রূপায়ণ ত্রিবেনী প্রকল্প গ্রাহকদের মাঝে হস্তান্তর

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 08:23:21

রাজধানীর প্রাণকেন্দ্র বাসাবোতে অবস্থিত ‘রূপায়ণ ত্রিবেনী’ প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে অবস্থিত ‘রূপায়ণ ট্রেড সেন্টারের’ একটি কনভেনশন হলে রূপায়ণ ত্রিবেনী ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফ্ফার এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন- রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান প্রকৌশলী সাইফুল ইসলাম, রূপায়ণ গ্রুপের হেড অব মার্কেটিং এন্ড মিডিয়া (ইনচার্জ) মেহেদী হাসান, রূপায়ণ ত্রিবেনী ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নায়েম শেখ, সেক্রেটারি মফিজ উদ্দিন, ট্রেজারার হাবিবুর রহমানসহ রূপায়ণ ত্রিবেণী প্রকল্পের সকল গ্রাহক ও রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকতারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং এন্ড মিডিয়া ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার শরিফুল ইসলাম তারেক।

উল্লেখ্য, রূপায়ণ ত্রিবেণী প্রকল্পটি রাজধানীর দক্ষিণ বাসাবোয় ৩০ ফুট প্রসস্থ রাস্তা সংলগ্ন মনোরম পরিবেশে ১৮ কাঠা জমির উপর নির্মিত ১টি বেজমেন্টসহ ১৪ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন।

এ সম্পর্কিত আরও খবর