প্রয়োজনে ড্রোন দিয়ে পুরস্কার পৌঁছে দেবে বিজ্ঞান জাদুঘর

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 07:05:10

বিজ্ঞান জাদুঘরকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যেন শিক্ষার্থীরা বিমান ও নৌবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞানের ওপর জ্ঞান-দক্ষতা অর্জন করতে পারে। করোনার মধ্যেও শিশু-কিশোর শিক্ষার্থীদের জন্য সর্বদা উন্মুক্ত থেকেছে জাদুঘর।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিজ্ঞান জাদুঘর কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে অনলাইন চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

প্রতিযোগিতায় উত্তীর্ণরা হলো যথাক্রমে- ‘ক’ গ্রুপে সেন্ট জোসেফ স্কুলের ইলমান সাইদ (১ম), ওয়াইডব্লিউসিএ হাই স্কুলের অরিজিৎ সাহা (২য়), বিএফ শাহীন কলেজের জানিয়া ইয়ারা ইনাইয়া (৩য়)। ‘খ গ্রুপে ঝালকাঠি হাই স্কুলে রণিত অধিকারী (১ম), জয়নুল আবেদিন মেমোরিয়াল একাডেমির রাজদীপ ভূঁইয়া (২য়), ভিকারুননিসা নুন স্কুলের মিথিলা ভৌমিক (৩য়)। ‘গ’ গ্রুপে দ্য ফ্লাওয়ার কেজি স্কুলের শৈশব সিংহ (১ম), ড.খাস্তগির গার্লস হাই স্কুলের পূর্ণতা সাহা (২য়), এবং এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের নুরুল আফতাব (৩য়)।

প্রয়োজনে বিজয়ীদের ঘরে ঘরে ড্রোন পাঠিয়ে পুরস্কার পৌঁছে দেওয়ার ঘোষণা দেন মোহাম্মাদ মুনীর চৌধুরী।

এ সম্পর্কিত আরও খবর