করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 19:59:45

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৬১৪ জন রোগী শনাক্ত হয়েছে।

দেশে এখন পর্যন্ত পাঁচ লাখ ৪৭ হাজার ৯৩০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ হাজার ৪২৮ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (০২ মার্চ) ৫১৫ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। ৭ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।

বুধবার (০৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৩৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯৯ হাজার ৬২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্য  থেকে ১৬ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার তিন দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৮৯ হাজার ৩৩৬টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে পুরুষ চার এবং নারী একজন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৪২৮ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৩৭২ জন বাকি দুই হাজার ৫৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়াদের মধ্যে ষাটোর্ধ্ব ৫ জন রয়েছেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর