গাংনীতে মাদ্রাসা শিক্ষার্থীদের কোরআন শরীফসহ শিক্ষা উপকরণ প্রদান

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2023-08-28 11:55:20

মেহেরপুর গাংনীর স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরের ডাক এর উদ্যোগে গাংনী তালিমুল কুরআন একাডেমীর শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে (০৩ মার্চ) ওই মাদ্রাসার ৮০ জন ছাত্রছাত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে কোরআন শরীফ তুলে দেন আয়োজক সংগঠনের প্রতিনিধি ও অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

নিজেদের লেখাপাড়ার পাশাপাশি অন্যান্য ছাত্রছাত্রীদের শিক্ষা লাভের বিষয়টি মাথায় রেখে দীর্ঘ চার বছর ধরে এ শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে কিশোরের ডাক সংগঠনের সদস্যরা।

কোরআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে কিশোরের ডাক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় বসবাসকারী তেরাইল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোস্তাফিজুর রহমান।

সাংবাদিক রফিকুল আলম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন গাংনী দারুচ্ছালাম জামে মসজিদের ঈমাম ও তালিমুল কুরআন একাডেমীর মুহতামিম হাফেজ রুহুল আমিন, গাংনী মডেল মাদ্রাসার পরিচালক ওয়াজকুরনী আল জামিল, মোঃ রানা ও নাঈম ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর