খুলনায় প্রাণের বইমেলা শুরু ১৯ মার্চ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-26 14:53:05

আগামী ১৯ মার্চ থেকে পর্যন্ত ১৩ এপ্রিল পর্যন্ত খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার চত্বরে প্রাণের বই মেলা অনুষ্ঠিত হবে।

বুধবার (০৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, আগামী ১৯ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত একুশে বই মেলা এবং ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত খুলনা বিভাগীয় বই মেলা নামে একই স্থানে অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বিভাগীয় গনগ্রন্থাগারের উপ-পরিচালক আহসান উল্লাহ, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন, অধ্যক্ষ আব্দুল মাজিদ, সবিতা জামান, সাইফুল ইসলাম মল্লিক, কবি ইকবাল হোসেন, নিল মনি, প্রভাষক মনিরুজ্জামান মোড়ল, আইনুল্লা পারভেজ, সের আলি সেরবাগ, মাহবুব হোসেন, কাজল কামরুল, শাহনাজ সুলতানা, সেলিম মোল্লা, এজি রানা, পুলিশ কর্মকর্তাসহ অনেক লেখক সাহিত্যিক, পুস্তক বিক্রেতা ও প্রকাশকগণ।

এ সম্পর্কিত আরও খবর