চলে গেলেন সিভিল ডিফেন্সের সাবেক ডিজি এসআর খান

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 20:24:21

সিভিল ডিফেন্সের সাবেক ডিজি এসআর খান (শামসুর রহমান খান) আর নেই। মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীর কর্মকর্তাদের সহযোগিতা করে বিশেষ স্বীকৃতি প্রাপ্ত এই সাবেক আমলা বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ১১টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদ আসর তার নামাজের জানাজা ধানমন্ডি-৭, বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এসআর খান। ১৯৭০ এর ভয়াবহ জলোচ্ছ্বাসে চট্টগ্রাম বিভাগের ত্রাণ ও পুনর্বাসন সমন্বয় করার দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার ভোলা জেলার গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন, এ ছাড়া
বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এক ছেলে ও তিন কন্যা সন্তানের জনক এসআর খান। বড় ছেলে বিএসএমএমইউ এর সহকারী অধ্যাপক, এক মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক অপরজন স্কুলের শিক্ষকতা করেন। প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ব্যক্তিগত ফটোগ্রাফার এ আজাদের শ্বশুর ছিলেন এসআর খান।

 

এ সম্পর্কিত আরও খবর