ভারতে জেল খেটে দেশে ফিরলো ৬ বাংলাদেশি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-23 15:44:23

ভালো কাজের আশায় ভারতে গিয়ে দালালের প্রতারণার শিকার হয়ে দুই বছর জেল খেটে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছে ৬ বাংলাদেশি যুবক।

বৃহস্পতিবার (০৪ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত বাংলাদেশিরা হলেন- কুষ্টিয়ার সাওকুল সরকার, চট্রগ্রামের শুভ্র বড়ুয়া, অজয় বড়ুয়া, অভি বড়ুয়া, মানিকগঞ্জের শালল মন্ডল ও বাগেরহাটের রুবেল তালুকদার।

ফেরত আসা যুবকেরা জানায়, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজ দেওয়ার কথা বলে আড়াই বছর আগে সীমান্ত পথে অবৈধভাবে দালালরা তাদেরকে ভারতে নিয়ে যায়। পরে দালাল চক্র তাদেরকে ফেলে পালিয়ে আসে। এসময় ভারতীয় পুলিশ তাদেরকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে জেলে পাঠায়। সেখানে দুই বছর জেল খেটে সাজার মেয়াদ শেষ হলে দুই দেশের রাষ্ট্রীয় আইনে ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা ৬ বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা পুলিশ গ্রহণ করবেন।

এ সম্পর্কিত আরও খবর