রংপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-24 07:50:32

রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।

রোববার(৭ মার্চ) সকাল ৯টা থেকে নগরীর ডিসির মোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যালে ফুলেল শ্রদ্বা নিবেদন করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ,  জেলা প্রশাসক আসিব আহসান ও পুলিশ সুপারসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৭টার দিকে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ করে রংপুর জেলা আওয়ামীলীগ। সকাল সাড়ে ১১টার দিকে একটি মিছিল দলীয় কার্যলয় থেকে বের হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে পুষ্প মাল্য অর্পণ করে মহানগর আওয়ামীলীগ।

এছাড়া বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে রংপুর জেলা পুলিশের আয়োজনে ‘আনন্দ উদযাপন’ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর