‘হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড’ কক্সবাজারবাসীকে উৎসর্গ প্রধানমন্ত্রীর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 11:16:57

 

চলতি জাতিসংঘ অধিবেশনে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, সংস্থার শীর্ষ কর্মকর্তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু শেখ হাসিনা। মূল অধিবেশনে অংশ নেওয়া ছাড়াও তাই প্রতিদিন একাধিক বৈঠকে অংশ নিচ্ছেন সরকারপ্রধান।

নিউইয়র্ক সময় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ইন্টার প্রেস সার্ভিসেস (আইপিএস) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে তার হাতে ‘হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে দেশে আশ্রয় দিয়ে মানবতার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করায় তাকে এই সম্মানজনক পুরস্কার দেওয়া হল।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মুখ্য সচিব পুরস্কার গ্রহণের কথা নিশ্চিত করে ফেসবুকে লেখেন, পুরস্কারটি দেশের মানুষ বিশেষ করে কক্সবাজারবাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের আশ্রয় দিতে ছোটবোন শেখ রেহেনার অনুপ্রেরণার কথাও স্মরণ করেন। এ সময়  রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসার জন্য দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর