ঠাকুরগাঁওয়ে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

রংপুর, জাতীয়

মো: নাহিদ রেজা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:18:08

আর দিন কয়েক পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাৎসরিক এই উৎসবকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে প্রতিমা বানাতে ব্যস্ত সময় পাড় করছেন মৃৎশিল্পীরা।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও শহরের কেন্দ্রীয় গোবিন্দ জিউ মন্দির, দুর্গা মন্দির, কালীবাড়ি মন্দির, শান্তিনগর মন্দির, আশ্রমপাড়া মন্দির সহ বিভিন্ন পূজামণ্ডপগুলো ঘুরে দেখা যায়, প্রতিমা বানাতে ব্যস্ত মৃৎমিল্পীরা। এর মধ্যে অনেকেরই শেষ হয়েছে প্রতিমা বানানোর কাজ। এখন শুধু আল্পনার আঁচড়ে মুখ ফুটিয়ে তোলার অপেক্ষায়।

জেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে, এবার ঠাকুরগাঁও জেলায় মোট ৪৫০টি মণ্ডপে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

শহরের মন্দিরপাড়া গোবিন্দ জিউ মন্দিরে কথা হয় বিন্দু বর্মন নামের এক মৃতশিল্পীর সাথে। তিনি বলেন, ‘এবারে আমি ১০টি প্রতিমা বানাচ্ছি। ইতোমধ্যে ৮টির কাজ শেষ হয়েছে।’

প্রতিমা তৈরিতে মূলত লাগে বাঁশ, খড়, দড়ি, লোহা, মাটি, ধানের কুঁড়া, পাট, কাঠ, রঙ সহ আরো অনেক কিছুই। বছরের অন্যান্য সময় তেমন কাজ না থাকলেও এই সময় ব্যস্ততা অনেকটাই বেড়ে যায় তাদের। তবে কষ্টের তেমন ফল পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।

অপরদিকে লোহাগাড়া থেকে প্রতিমা বানাতে আসা বিপুল চন্দ্র রায় নামের আরেক মৃতশিল্পী বলেন, ‘প্রতিমাগুলো শুকিয়ে যাওয়ার পরেই রং-তুলির কাজ শুরু করবো আমরা। রঙের কাজটাই সবচেয়ে কঠিন। দিনরাত পরিশ্রম করে তুলি আঁচড়ে রাঙিয়ে তোলা হবে প্রতিমাগুলোকে।’

‘সারাদিনে কাজ করে যে টাকা আমরা পাই তা দিয়ে চলে না। যদি আমাদের পারিশ্রমিক একটু বাড়ানো হয় তাহলে আমাদের জন্য ভালো হবে।’

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংশু দত্ত টিটো বলেন, ‘এরই মধ্যে পূজা মণ্ডপগুলোতে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। আশা করছি পূজার আগেই সকল কাজ সম্পন্ন হবে।’

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান মনির বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সর্তক রয়েছে পুলিশ। এছাড়াও পূজায় নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।’ স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর