কুমিল্লায় মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-20 22:21:54

কুমিল্লায় মোটরসাইকেল চোরচক্রের পেশাদার তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে চোরাই চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার দেবিদ্বার উপজেলার চরবাখর গ্রামের মাঞ্জুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম, সদর উপজেলার বদই গ্রামের মো.শাহজাহানের ছেলে ফয়সাল আহম্মেদ ও বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবদুল হকের ছেলে মো.ফজলে রাব্বী।

রোববার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়েটি নিশ্চিত করে র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, র‍্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সংঘবদ্ধ চোরচক্রের ওই ৩ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে একে অপরের যোগসাজসে এবং সিন্ডিকেটের মাধ্যমে মোটরসাইকেল চুরি ও চোরাই মোটরসাইকেল কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ সম্পর্কিত আরও খবর