পুলিশের অভিযানে গাছের গুঁড়ি জব্দ, খোঁজ চলছে মালিকের

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-27 04:25:42

ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে হ্যান্ডট্রলি বোঝাই রেইনট্রি গাছের গুঁড়ি জব্দ করেছে পুলিশ। শনিবার (১৩ মার্চ) রাতে উপজেলার বোকাইনগর ইউনিয়ন থেকে গাছের গুঁড়ি জব্দ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত ও গাছের প্রকৃত মালিক খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। তবে এ ঘটনায় রোববার (১৪ মার্চ) বিকাল পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের কিল্লা বোকাইনগর ফাজিল মাদরাসা সংলগ্ন এলাকা থেকে পাঁচটি রেইনট্রি গাছ কাটা হয়। শনিবার রাতে কাটা গাছের গুঁড়ি হ্যান্ডট্রলি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল রেজার নেতৃত্বে পুলিশের একটি টিম গাছগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, জব্দ করা গাছের মূল্য প্রায় এক লাখ টাকার মত।

এদিকে গাছের ক্রেতা নাজিম উদ্দিন বলেন, গাছ ক্রয়ের ৫০ হাজার টাকা আব্দুল আজিত, ফরিদ স্যার ও মাদরাসার প্রিন্সিপালের কাছে দিয়েছি। গাছ মালিকানা বলে বিক্রি করা হয়েছে। তবে গাছ মাদরাসার কিনা জানি না। ক্রয়কৃত ছয়টি গাছের মধ্যে পাঁচটি গাছ কেটে নিয়ে আসার সময় পুলিশ জব্দ করে।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কিল্লা বোকাইনগর মাদরাসার অধ্যক্ষ ছায়েদুল হক বলেন, এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা হবে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দীকী বলেন, মাদরাসা সংলগ্ন এলাকায় এক বাড়িতে গাছের মালিক পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে খোঁজ নিয়ে দেখবো গাছ মাদরাসার নাকি ব্যক্তি মালিকের সীমানায় পড়েছে। তারপর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, গাছ জব্দের বিষয়টি শোনেছি। প্রতিষ্ঠানের গাছ কেউ চুরি করে বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনুমতি ছাড়া প্রতিষ্ঠানের কেউ যদি গাছ বিক্রি করে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর