সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-18 14:16:30

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘে ৭৩তম সাধারণ অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. আনোয়ার মোহাম্মদ সাক্ষাতে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক সুযোগ তুলে ধরে ইউএই মন্ত্রী বাংলাদেশে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এ ব্যাপারে তিনি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানির জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি পেতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন। শাহরিয়ার আলম এ প্রস্তাবকে স্বাগত জানান এবং বলেন তিনি ইউএই-এর প্রস্তাবকে কার্যকর করতে যথাযথ উদ্যোগ নেবেন। আগামী দিনে এ দেশগুলোর মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। নবনির্মিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ) তাদের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য সংযুক্ত আরব আমিরাতের মত দেশগুলোকে সুযোগ দিতে পিছপা হবে না।

বাংলাদেশি শ্রমিকদের তাদের দেশে কাজ করার সুযোগ করে দেওয়ায় ইউএই সরকারকে ধন্যবাদ জানান শাহরিয়ার আলম।

তিনি নির্মাণখাতে চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি ও কারিগরি ব্যক্তিসহ পেশাদার বিভাগের চাকরির বাজার খুলতে অনুরোধ করেন।

এ সম্পর্কিত আরও খবর