১ এপ্রিল থেকে সংসদের দ্বাদশ অধিবেশন

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 09:06:40

একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন ১ এপ্রিল, বৃহস্পিতবার সকাল ১১টায় শুরু হবে।

সোমবার (১৫ মার্চ) রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

করোনা পরিস্থিতির মধ্যে বিগত কয়েকটি অধিবেশনই স্বাস্থ্যবিধি মেনে স্বল্প সংখ্যক সংসদ সদস্যের উপস্থিতিতে পরিচালিত হয়েছে। এবারও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেই অধিবেশনে উপস্থিতি নিশ্চিত করা হবে বলে জানা গেছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি একাদশ সংসদের একাদশ অধিবেশন শেষ হয়। কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্য দিবসের মধ্যে অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

কার্যপ্রণালী বিধি অনুযায়ী বর্তমান এমপিদের মধ্যে কেউ মারা গেলে তার ওপর আনিত শোক প্রস্তাবের আলোচনা শেষে অধিবেশনের মুলতবি ঘোষণা করার রেওয়াজ আছে। সেই অনুযায়ী অধিবেশনের প্রথম দিন সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর