‘মুজিব মানে একটি দেশ, মুজিব মানে স্বাধীনতার পতাকা’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-26 17:09:26

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, মুজিব মানে একটি দেশ, মুজিব মানে আন্দোলন, মুজিব মানে সংগ্রাম, মুজিব মানে স্বাধীনতার পতাকা।

তিনি বলেন, বাংলাদেশের জন্য ৭ই মার্চ, ১৭ মার্চ ও ২৬ মার্চ বিশেষ গুরুত্ব ও তাৎপর্য বহন করে। বাংলাদেশের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে এই ৩টি দিনের জন্য অপেক্ষা করে থাকে।

বুধবার (১৭ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলা হেডকোয়ার্টারে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ স্বাধীনতার পর সাড়ে ৩ বছরে বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য যে সমস্ত আইন করেছিলেন। সেই আইনের গঠিত ধারায় দেশ চলছে। বঙ্গবন্ধু দেশের জন্য যে আইন তৈরি করেছিলেন বিশ্বের অনেক দেশ সে আইন তৈরি করতে পারেনি।

এসময় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর