রংপুর নগরীতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, গুদামজাতকরণ ও বিক্রির দায়ে ৮টি দোকানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫ টন পলিথিন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ মার্চ) নগরীর নবাবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। রংপুর র্যাব-১৩ ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা অভিযানে সহযোগিতা করেন।
অভিযানে ওয়ান টাইম স্টোর, রুপালী স্টোর, বিসমিল্লাহ স্টোর, রিয়াদ প্রিন্টিং এন্ড প্যাকেজিং, নাসির স্টোর, তাহের ব্যাগ হাউজ ও ওবায়দুল এন্টারপ্রাইজসহ ৮টি দোকানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় দোকানগুলো থেকে জব্দ করা হয় ৫ টন নিষিদ্ধ পলিথিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগরীর নবাবগঞ্জ বাজারে ৮টি দোকানে ৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দসহ মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।