ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্বামীর নিক্ষিপ্ত এসিডে স্ত্রী চন্দনা রানী পাল ও তার মা পুতুল রানী দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার তন্তর ভাটিমাটা গ্রামে এ ঘটনা ঘটে। এসিডে দগ্ধ দুজনকেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এসিড দ্বগ্ধ স্ত্রী চন্দনা রানী পালের স্বজনরা জানান, দশ বছর আগে ঢাকার তাঁতি বাজার এলাকার নিতাই পালের ছেলে আনন্দ পালের সঙ্গে পারিবারিকভাবে একই উপজেলার ভাটিমাটা গ্রামের কালিপদ পালের মেয়ে চন্দনা পালের বিয়ে হয়। বিয়ের পর থেকে জুয়াড়ি স্বামী টাকার জন্য প্রায়ই তাকে মারধর করতেন। নির্যাতন সইতে না পেরে রাগ করে এক বছর আগে চন্দনা তার বাবার বাড়ি ভাটিমাটা গ্রামে চলে আসেন। শুক্রবার দুপুরে আনন্দ পাল শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে জোর করে নিয়ে যেতে চাইলে অস্বীকৃতি জানায় চন্দনা। এতে আনন্দ পাল ক্ষুব্ধ হয়ে স্ত্রী ও শাশুড়িকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।