মুরাদনগরে জমি নিয়ে বিরোধে কৃষককে হত্যার অভিযোগ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-07 19:10:10

কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে ইব্রাহিম (৬০) নামে এক বৃদ্ধ কৃষককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার বি-চাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ সাগর (২৫) নামে একজনকে আটক করেছে। সাগর দেবিদ্বার উপজেলা সদরের মোল্লা বাড়ির জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত ইব্রাহিম তাঁর ভাতিজা এরশাদ মিয়ার একটি জমিতে নিয়মিত চাষাবাদ করে আসছিল। শুক্রবার ওই  জমিতে জোরপূর্বক চাষ করতে যায় একই থানার চাপিতলা গ্রামের বাতেন মোল্লার ছেলে সালাউদ্দিন। তখন ওই বৃদ্ধ কৃষক তাদের বাধা দিলে সাালাউদ্দিন ও তার ড্রাইভার সাগর ইব্রাহিমকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় ওই বৃদ্ধ মাটিতে লুটে পড়লে অভিযুক্তরা তার মাথা চাপ দিয়ে বালির নিচে ধরে রাখে। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় নিহতের ছেলে ফারুক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার মূল হোতা সালাউদ্দিন পলাতক রয়েছে।  তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। লাশময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর