চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজডুবি

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 19:59:15

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লোহার স্ক্র্যাপবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া জাহাজটির নাম ‘চর শ্যামাইল’। জাহাজ ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বন্দরের ওয়াটার ট্রান্সপোর্ট সেল ও বিআইডব্লিউটিসি।

ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বার্তা২৪কে বলেন, ‘আউটারে লোহার স্ক্র্যাপবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে বলে জানতে পেরেছি। তবে কীভাবে এবং কেন জাহাজটি ডুবেছে তা এখনও নিশ্চিত হতে পারিনি।’

বিআইডব্লিউটিসি’র উপ-পরিচালক সেলিম চৌধুরী বলেন, ‘চর শ্যামাইল নামের লাইটার জাহাজটি ডুবে গেছে। তবে বিস্তারিত জানতে পারিনি।’

সাগরে অবস্থান করা কয়েকজন মাঝি জানান, একটি মাদার ভেসেল থেকে চর শ্যামাইল নামের লাইটারসহ মোট তিনটি লাইটার জাহাজে লোহার স্ক্র্যাপ নামানো হচ্ছিল। এক পর্যায়ে মাদার ভেসেলটি রওনা হলেও লাইটারের সাথে বাঁধা রশিটি খোলা হয়নি। এতে চর শ্যামাইলের সঙ্গে অন্য একটি লাইটারের ধাক্কা লাগে, এরপর এটি ডুবে যায়।

 

এ সম্পর্কিত আরও খবর