শফী হুজুরের মাদ্রাসার ছাত্রদের দুই বস্তা মোবাইল পুড়িয়ে ফেলল কর্তৃপক্ষ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-25 21:46:13

  হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী পরিচালিত হাটহাজারী বড় মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল সেট জব্দ করে তা পুড়িয়ে ফেলেছে কর্তৃপক্ষ। পুড়িয়ে মোবাইলের সংখ্যা সুনির্দিষ্ট করে না বলতে পারলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, রাতের বেলা দুই বস্তা মোবাইল পুড়িয়ে ফেলা হয়েছে। গত রোববার রাতে দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার আবাসিক ছাত্রদের কাছ থেকে চারশ’র বেশি স্মার্টফোন জব্দ করা হয় বলে জানায় শিক্ষার্থীরা। মাদ্রাসার আবাসিক তত্ত্বাবধায়ক মুফতি জসিম উদ্দিন সোমবার সাংবাদিকদের বলেন, “মাদ্রাসার আবাসিক ছাত্রদের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। ‘‘বিশেষ করে যেসব মোবাইলে গান-বাদ্য বাজনা শোনা ও দেখা যায়, সে ধরনের মোবাইল ব্যবহার নিষিদ্ধ। যারা এসব মোবাইল ফোন ব্যবহার করছে তাদের কাছ থেকে জব্দ করা হয়ে থাকে।” রোববারের ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “প্রতি বছরই ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়।” নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, রোববার রাতে দুই বস্তার মতো মোবাইল ফোন সেট জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

এ সম্পর্কিত আরও খবর