করোনার দ্বিতীয় ঢেউ উদ্বেগজনক, স্বাস্থ্যবিধি মানার আহ্বান

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 11:25:39

করোনা পরিস্থিতির আবারও অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

সোমবার (২২ মার্চ) সকালে তিনি নগরীর বিবিরহাট ও চকবাজার এলাকা পরিদর্শনে যান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন। এসময় তিনি পথচারী ও দোকানদারদের মাঝে মাস্ক বিতরণ করেন।

তিনি বলেন, আল্লাহর রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপ ও দিক নির্দেশনায় আমরা অন্যান্য দেশের তুলনায় অনেকটা সফলভাবে করোনা মহামারির প্রথম ঢেউ সামলেছি। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতেও আমাদেরকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। দুর্যোগে দুর্দিনে আমি সব সময় নগরবাসীর পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকব।

এসময় তিনি জনদুর্ভোগ নিয়ে সর্বশ্রেণির মানুষের সাথে সরাসরি কথা বলেন। যারা জনগণের ব্যবহার্য ফুটপাত কিংবা করপোরেশনের জায়গা দখল করে দোকান পাট বসিয়েছেন, অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন তাদেরকে অবিলম্বে এসব জায়গা ছেড়ে দিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মানুষ নিরাপদে হাঁটার জন্য রাস্তার পাশে ফুটপাত রাখা হয়েছে। মুষ্টিমেয় মানুষের দখলদারিত্বের কারণে জনসাধারনকে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি নিয়ে ফুটপাট ছেড়ে মূল সড়কে ওপর হাঁটতে হবে তা হয় না। এছাড়াও পথচারী পারাপারের জন্য প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এলাকায় সিটি করপোরেশন ফুটওভার ব্রিজ নির্মাণ করবে বলেও জানান তিনি।

এলাকাবাসীকে সাথে নিয়ে তিনি নালা নর্দমার পরিস্থিতি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন এসময়। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থার আধুনিকায়নে অচিরেই সিটি করপোরেশন কার্যকর প্রকল্প হাতে নেবে। প্রকল্প প্রণয়নে দেশি-বিদেশি নানা সংস্থা ও পরামর্শকদের সাথে এ ব্যাপারে কথাবার্তা চলছে। তিনি নগরবাসীকে খাল, নালা, নর্দমা ও যত্রতত্র আবর্জনা ছুড়ে না ফেলার অনুরোধ জানান। ডাস্টবিনের আবর্জনা অপসারণ, রাস্তা ঘাটের পরিচ্ছন্নতা কাজে ও নালা নর্দমা পরিস্কারের কাজে কোন প্রকার গাফিলতি বা অনিয়ম নজরে এলে সরাসরি ফোন করে বা করপোরেশনের অভিযোগ বাক্সে জানাতে জনগনকে আহ্বান জানান তিনি।

চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দীন, বিপ্লব দাশ, এস্টেট অফিসার মো. কামরুল ইসলাম চৌধুরী এসময় তার সাথে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর