আজিমপুর কবরস্থানে সমাহিত মাজেদা খাতুন

, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 01:46:31

কথা সাহিত্যিক ও গবেষক ড. আখতার হোসেনের মাতা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের শাশুড়ি আলহাজ মাজেদা খাতুনের মরদেহ ঢাকাস্থ আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন।
(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

মৃত্যুকালে মহীয়সী এই নারী তাঁর ১১ সন্তানের মধ্যে বর্তমানে ৪ ছেলে ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মাজেদা খাতুন বিগত প্রায় দেড় বছর ধরে পুত্রবধূ এবং পুত্রের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অবস্থান করছিলেন। ২৩ মার্চ রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঢাকা বড় মগবাজার নিজ বাসভবন সংলগ্ন মসজিদে নামাজে জানাজা শেষে প্রয়াত মাজেদা খাতুনকে ঢাকাস্থ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর