মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে মেতেছে সাভার ও ধামরাইবাসী। স্মৃতিসৌধ, মহাসড়ক, থানা, উপজেলা চত্বরসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে লাল সবুজের রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে।
রাত হলেই মনোমুগ্ধকর এমন আলোকসজ্জা দেখতে পরিবারসহ বের হচ্ছে অনেকেই।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব। তাই প্রস্তুতিরও কোন কমতি রাখেনি সাভার গণপূর্ত বিভাগ।
সাভারের জাতীয় স্মৃতিসৌধ ধুয়েমুছে লাল-সাদা রঙের তুলিতে সাজানো হয়েছে স্মৃতিসৌধের চার পাশ। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা।
এছাড়াও রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ। রাত হলেই এসব রঙিন আলোকসজ্জায় আলোকিত হয়ে স্মৃতিসৌধের সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েক গুণ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় ধামরাই, নবীনগর, স্মৃতিসৌধ, সাভার, হেমায়েতপুর ঘুরলে চোখে পড়ে এসব মনোমুগ্ধকর আলোকসজ্জা। শুধু স্মৃতিসৌধ আর মহাসড়কই নয় সাভারের অলিগলি ও বাড়িতে বাড়িতেও রঙিন সাজে সাজনো হয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবার বিদেশি রাষ্ট্র প্রধানরা জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধে এসে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে। করোনাকালীন সময়ে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও স্বাধীনতা দিবসে বিধিনিষেধ মেনে স্মৃতিসৌধ উন্মুক্ত করবেন সর্বসাধারণের জন্য।
জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে গত ১ মার্চ থেকে প্রায় ১৫০ জন কর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা, ধোয়া-মোছা ও সৌন্দর্য বর্ধনের কাজ করেছে। স্বাধীনতা দিবসের দিন জাতীয় স্মৃতিসৌধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে সৌধ প্রাঙ্গণে সর্বসাধারণের প্রবেশের ওপর কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, প্রতি বছরই ১৬ ডিসেম্বর ও স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের জন্য কয়েক স্তরের নিরাপত্তা থাকে। এবার তার কোন কমতি নেই। এবার বিদেশি রাষ্ট্র প্রধানরা শ্রদ্ধা জানাবেন জাতীয় স্মৃতিসৌধে। তাই নিরাপত্তার জন্য কয়েক স্তরের বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সৌধ প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।