কুষ্টিয়া ভেড়ামারায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতবাড়ির ৬টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায়।
শনিবার (২৭ মার্চ) সকালে ভেড়ামারা পৌরসভার ফারাকপুর গ্রামের ঝুড়িপাড়ায় কোরবান সর্দার ও আমীর হোসেন আমীরের ৬টি ঘর মুহূর্তেই ভস্মীভূত হয়ে যায়। পরিবার দু'টো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
রান্নাঘর থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ভেড়ামারা উপজেলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মকলেছুর রহমান বলেন, আমির আলীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলে ওঠে পাশের আরেকটি ঘরে। এসময় মুহূর্তে দুইজনের বসতবাড়ির ৬টি কক্ষে থাকা মালামালসহ পশুপাখিও ভস্মীভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা যায় নি।
ক্ষতিগ্রস্ত কোরবান আলী বলেন, আগুন যখন আমার বাড়িতে লাগে তখন বাড়িতে কেউ ছিল না। ফলে বাড়ি থেকে একটি সুতাও বের করতে পারি নাই, এমনকি একবেলা খাওয়ার চাউল পর্যন্ত নেই সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসাভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।
তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন ইউএনও।