রাজধানীতে হেফাজতের হরতালে সাড়া নেই জনগণের

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-05 16:53:23

হেফাজতে ইসলামের ডাকা হরতালে রাজধানীর সাধারণ মানুষ তেমন সাড়া দেন নি। রাস্তাঘাটে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কম হলেও প্রায় স্বাভাবিক বলা চলে।

সিটি সার্ভিসের পাশাপাশি দুরপাল্লার বাসও সীমিত আকারে চলতে দেখা গেছে। তবে গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।  

এনা পরিবহনের জিএম গাজী বার্তা২৪.কমকে বলেন, আমাদের আন্তজেলা বাসগুলো আজও ছেড়ে গেছে। তবে অন্যদিনের তুলনায় যাত্রীর উপস্থিতি কিছুটা কম। অন্যান্য পরিবহনের বাসও গাবতলী থেকে ছেড়ে গেছে।

রাস্তাঘাটে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কম হলেও প্রায় স্বাভাবিক বলা চলে

কল্যাণপুরের বাসিন্দা সুমন মিয়া বার্তা২৪.কমকে বলেন, সকালে কালিয়াকৈর থেকে বাসে ঢাকায় ফিরলাম। অন্য সময় বাস বোঝাই থাকলেও আজকে বেশ ফাঁকা ফাঁকা ছিল। অন্যান্য বাসেও বেশ ফাঁকা দেখেছি। তবে রাস্তায় বাস বেশ ভালই চলাচল করছে।

বেলা বাড়ার সঙ্গে ফার্মগেট, মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, পুরবী, শেওড়াপাড়া এলাকায় দোকান ও ব্যাংক বীমা খুলতে শুরু করেছে। রাস্তায় বাড়তে শুরু করেছে অফিসগামীদের চাপ।

গত ২৬ মার্চ ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর মুসল্লিদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। বিকেল পর্যন্ত চলা এ সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ শতাধিক নেতাকর্মী আহত হয়।

এছাড়া চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতে ইসলামের সাথে পুলিশের সংঘর্ষে চারজন নিহত ও বহু আহত হয়। ব্রাক্ষণবাড়িয়ায় সংঘর্ষে হেফাজতের আরেক কর্মী নিহত হন। এর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সংগঠনটি। এছাড়া শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে হেফাজত। এ ছাড়া আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলছে। হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামি রাজনৈতিক দল।

এ সম্পর্কিত আরও খবর