এলাকায় অশান্তি সৃষ্টি কারীদের বিষয়ে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।
শনিবার (০৩ এপ্রিল) বিকালে বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদী এলাকার শেখ রাসেল স্মৃতি সংসদে সংক্ষিপ্ত বক্তব্যে নিজ ফেসবুক লাইভে তিনি এ আহ্বান জানান।
কাদের মির্জা বলেন, ‘২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাহিদ আমাকে তিনবার মারতে চেয়েছে। এখন এলাকার মানুষ যদি আপনারা ঐক্যবন্ধ না হন, তাহলে আমার এককভাবে কি করার আছে?’
তিনি আরও বলেন, ‘অস্ত্র কি অন্য কারো কাছে নেই। নিজাম হাজারী, দিদারের অস্ত্র আসলে জয়নাল হাজারীর লোকরা কি বসে থাকবে? তাদের কি অস্ত্র নাই? এগুলো কি এখানে আসবে না? আমি কয়দিন বন্ধ রাখুম। আমিতো এখন আওয়ামী লীগ করি না। আমি করি বঙ্গবন্ধুর দল করি, শেখ হাসিনার দল করি।’
বসুরহাট পৌর মেয়র বলেন, ‘আপনারা আমার উপর বিশ্বাস রাখেন। আমি বঙ্গবন্ধুর দল করি। শেখ হাসিনার সাথে সর্ম্পক আছে। আমার সাথে শেখ হাসিনার তিনবার কথা হয়েছে। তিনি বলার কারণে আমি শান্ত আছি, না হয় চুপ করে থাকতাম না। আমার পৌরসভার গুলি করেছে, আমি কি চুপ করে থাকতাম? আমার কি জয়নাল হাজারী নেই? আমার এলাকর লোক নেই।’