বন্ধ হতে পারে বই মেলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 07:31:56

করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে মাঝপথেই অমর একুশে বইমেলা বন্ধ করা হতে পারে বলে আগেই জানিয়েছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আর এখন দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে যেকোনো মুহূর্তে বইমেলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে মেলার আয়োজক বাংলা একাডেমি। 

এর আগে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, করোনা মহামারীকে সামাল দিতে আবারও ‘লকডাউনের’ ঘোষণা করেছে সরকার। আর এই সংক্রান্ত প্রজ্ঞাপন এলেই সিদ্ধান্ত নিবে বইমেলার আয়োজক কমিটি। 

শনিবার (৩ এপ্রিল) আয়োজক কমিটির এই সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন অমর একুশে বই মেলার আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।

বৈঠক সূত্রে জানা যায়, সাত দিনের লকডাউনের পর বই মেলার সময় থাকে ৪ দিন। তাই এই মুহূর্তে বন্ধ করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন অনেকে।

উল্লেখ, গতবছর বইমেলা শেষ হওয়ার পরপরই শুরু হয় মহামারি করোনাভাইরাস সংক্রমণ। সংক্রমণ কমে আসলেও টানা কয়েকদিন ধরে এই সংক্রমণ বাড়ছে। সব শঙ্কা ছাপিয়ে এবার গতবারের চেয়ে দেড় মাস পিছিয়ে আজ শুরু হয় অমর একুশে বইমেলা-২০২১।

এ সম্পর্কিত আরও খবর