রাজবাড়ীর পাংশা উপজেলাতে লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেটার চালানোর দায়ে দেশ ক্লিনিক ও ডায়াগন্টিক সেন্টারের মালিক মো. রাশেদুল আলমকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ক্লিনিকটিতে তালা দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটির ম্যানেজা মামুনুর রশিদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৪ এপ্রিল ) বেলা দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন রাজবাড়ী জেলার নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ।
নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ জানান, মেডিকেল প্রাকটিস অ্যান্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর আর ধারা অনুযায়ী ও একই আইনের ১৩(২) ধারায় এই আইন প্রয়োগ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নুজহাত।