লকডাউনেও চলমান মেগা প্রকল্পগুলোর কাজ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 09:51:45

মহামারী করোনা সংক্রমণ মধ্যেও সরকারের মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে চলছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে কিছু বলা ছিল না মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া নির্দেশনায়

প্রকল্প পরিচালকরা জানিয়েছেনকরোনার কারণে গতবছরের শুরুতে দেওয়া লকডাউনে মেগা প্রকল্পগুলোর কাজের গতি কমলেও এবারের চিত্র ভিন্ন। কাজ চলছে। তবে এসব প্রকল্পে সবাই স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে, গতবছরের ২৫ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ফাস্ট ট্র্যাক মনিটরিং টাস্কফোর্সের সভায় প্রকল্পগুলোর কাজের গতি স্বাভাবিক রাখার যে নির্দেশনা ছিল তা এখনও বহাল। সরকার চায় প্রকল্পের কাজ যেন যথা সময়ে শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসব প্রকল্প মনিটরিং করছেন

এই মেগা প্রকল্পগুলো হচ্ছে- পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প, মেট্রোরেল প্রকল্প, দোহাজারী-রামু হয়ে কক্সবাজার রামু থেকে ঘুমধুম সীমান্ত পর্যন্ত সিংগেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প, মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই প্রকল্পের কাজ চলছে। শ্রমিকরাও সব নিয়ম অনুসরণ করছেন

রেল সেতু প্রকল্পের পরিচালক ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছেন,পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প দ্রুত এগিয়ে চলছে। গতবছরের করোনার সময় প্রকল্পের কাজ কিছুটা বাধার মুখে পড়লেও এবার বাধা নেই

তিনি আরও জানিয়েছেন, পুরো প্রকল্প এলাকা স্বাস্থ্যবিধির আওতায় এসেছে।এ প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১৬ সালের জানুয়ারিতে। ২০২৪ সালের জুনে শেষ হবে বলে লক্ষ্য ঠিক করা হয়েছে

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা . মো. শৌকত আকবর জানিয়েছেন, ২০১৬ সালের জুলাইতে প্রকল্পের কাজ শুরু হয়। শেষ করার সময় ঠিক করা হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর

এছাড়াও অন্য প্রকল্পগুলোর কাজ স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক ভাবে চলছে বলে জানিয়েছে কতৃপক্ষ

 

এ সম্পর্কিত আরও খবর